বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। কণ্ঠের জাদুতে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে নতুন গানের রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি এই গায়িকা সপরিবারে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। সেখানে একটি অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী বিভিন্ন পরিবেশনা করছেন। মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্যই আয়োজিত এই অনুষ্ঠান।
জানা গেছে, মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের ওই অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আঁখি আলমগীর, অভিনেত্রী অপু বিশ্বাস, আঁচল আখিসহ আরও অনেকেই অংশ নিয়েছেন।
সংগীতশিল্পী সালমা সেই অনুষ্ঠানে পরিবেশনার জন্যই এবারের মালয়েশিয়া সফরে গেছেন। সেখানে তার কণ্ঠে জনপ্রিয় সব গান গাইছেন তিনি।
সোমবার (২৪ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে মালয়েশিয়ায় আয়োজিত সুন্দর অনুষ্ঠানের জন্য প্রবাসী বাঙালিদের প্রশংসা করেন সালমা। সেই সঙ্গে তাদের জন্য দোয়াও করেন তিনি।
ফেসবুকে একগুচ্ছ ছবি দিয়ে এই সংগীতশিল্পী লেখেন, “স্টেজ শো নির্ভর করে দর্শকদের প্রতিক্রিয়ার ওপর। মালয়েশিয়ার দর্শকদের সঙ্গে এটি একটি অসামান্য অনুষ্ঠান ছিল। বিদেশে কর্মরত বাংলাদেশের প্রত্যেক রেমিটেন্স যোদ্ধার জন্য দোয়া করছি। মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ ধন্যবাদ, আমাকে ভালোবাসা ও সম্মান দেয়া এবং মঞ্চ উপহার দেয়ার জন্য।