যুবলীগের পদ পাওয়ায় সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন

নজর২৪ ডেস্ক- সম্মেলনের এক বছর পর ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আওয়ামী যুবলীগের। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি। আর এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে এসেছে বেশকিছু নতুন মুখ।

 

এই কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা, বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিকও।

 

এদিকে যুবলীগে এবারই প্রথম এসে আইন সম্পাদকের পদে জায়গা করে নিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সুমনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে বিশাল জনপ্রিয়তাও।

 

তবে আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্যারিস্টার সুমন। যুবলীগে জায়গা করে নেওয়া সুমন একদিকে শুভেচ্ছা বার্তা পেলেও অপরদিকে শুরু হয়েছে নানা সমালোচনা।

 

যুবলীগে সুমনের অবস্থান প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তোপের মুখে পড়েন তিনি। বিভিন্ন গণমাধ্যমের শেয়ার করা প্রতিবেদনে আসতে শুরু করেছে নেতিবাচক মন্তব্য।

 

কেউ কেউ বলছেন, কমিটিতে পদ পাওয়ায় লাইভে আসা বন্ধ হয়ে যাবে সুমনের। আবার কেউ কেউ বলছেন, পদ পাওয়ার মাধ্যমে সুমনের এতদিনের উদ্দেশ্য সফল হয়েছে।

 

তবে সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন, যুবলীগের কমিটিতে নাম থাকা কোন সুবিধা নয় বরং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ভাইয়ের সম্মান পাহারার দায়িত্ব নেয়া।

 

তবে তার এমন দাবি সত্ত্বেও ফেসবুক কমেন্টেসে সুবঙ্কিম কল্লোল নামে এক ব্যক্তি বলেছেন, ‘উনার লাইভে আসা বন্ধ হয়ে গেলো। ‘

 

মোহাম্মদ আবু সায়েদ নামের এক ব্যক্তি বলেছেন, ‘ফুটবলের সাথে মাথার খেলাও বেশ ভালো পারে। আশা করি এখন শুধু গুণগান গাইবেন। ‘

 

রহম আলী নামের একজন বলেছেন, ‘ওরে বাটপার শেষ বেলায় ধরা খেলি।’ মো. স্বপন মন্তব্য করেছেন, ‘যে মুজিব কোটের প্রশংসা করবে এবং গায় দিবে। সে তো পদ পাইবেই।

 

এদিকে সুমন খান মন্তব্য করেছেন, ‘ক্ষমতা পেলে বেশিরভাগ লোকই ন্যায়নীতির কথা ভুলে যায়।’ আর আবু বক্কর সিদ্দীক বলেছেন, ‘এই পদটার জন্যই তো সুমন সাহেব এতদিন লাইভ এ আসতো, সে যে আসলে ধান্দাবাজ মানুষ তা বুঝে গেছে।’

 

তবে নানান সমালোচনার মধ্যেই নিজের দায়িত্ব পালন করতে চান সুমন। ফেসবুকে সুমন লিখেছেন, দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *