আমি খুব ভাগ্যবান তোমাকে পেয়েছি, পরীমণিকে রাজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির আজ জন্মদিন। ঢাকাই সিনেমার এই নায়িকা আজ ৩১ বছরে পা দিলেন। বিশেষ এই দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজ।

সোমবার সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে এই শুভেচ্ছা জানান রাজ। লেখেন, ‘যে নারী আমার জীবন আলোকিত করেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।

‘যত্নশীল, প্রেমময় এবং আমার প্রিয় স্ত্রী, তুমি সেই যাকে আমি বিশ্বাস করতে পারি এবং আমি খুব ভাগ্যবান তোমাকে আমার পাশে পেয়ে।’

রাজ আরও লেখেন, ‘বিশেষ দিনটি তোমার জন্য, আমার সুন্দরী স্ত্রী।’

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরী। চলতি বছরের ১০ আগস্ট জীবনের শ্রেষ্ঠ উপহার পান রাজ-পরী। তাদের ঘরে আসে প্রথম সন্তান রাজ্য।

মা হওয়ার পর এটি পরীর প্রথম জন্মদিন। স্বামী রাজ, একরত্তি ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে কেক কাটবেন তিনি। এ উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন নায়িকা। স্বজনদের পাশাপাশি কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *