বান্দরবানে বুবলী-সাইমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি হয়তো চিত্রনায়ক সাইমন সাদিককে আরও খানিকটা সিরিয়াস করে তুলেছে তার ফিল্ম ক্যারিয়ারে। তাই সবকিছু ছাপিয়ে নিজের অভিনয়ের কাজটিই খুব সিরিয়াসলি করার চেষ্টা করছেন তিনি।

পরিচালক জাকির হোসেন রাজুর সিনেমাতেই মূলত তারকা খ্যাতি লাভ হয় সাইমনের। এদেশের অধিকাংশ তারকা এই বরেণ্য চিত্রপরিচালকের দারুণ ভক্ত। তারই একটি ছবি ‘চাদর’-এর কাজ করছেন দীর্ঘদিন ধরেই। ছবিটি এখন প্রায় শেষ পর্যায়ে। এতে সাইমন জুটি বেঁধেছেন শবনম বুবলীর সঙ্গে।

এ দুই তারকা জুটি শুটিংয়ের জন্য বর্তমানে বান্দরবানে আছেন। সেখানকার বিভিন্ন লোকেশনে হবে সিনেমাটির দৃশ্যধারণ।

গত শনিবার (২২ অক্টোবর) বিকালে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে এই তথ্য জানান সাইমন। এ সময় তার পোস্ট করা ছবিতে শবনম বুবলীকেও দেখা যায়।

সাইমন ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘চাদর’ সিনেমার গানের শুটিং-এ যাই’। শুটিংয়ের জন্য প্রথমে আকাশপথে চট্টগ্রাম যান সিনেমার প্রধান দুই তারকা সাইমন-বুবলী। পরে সেখান থেকে বান্দরবান যান তারা।

জানা গেছে, বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে টানা তিন দিনের শুটিং হবে চাদর সিনেমার একটি গানের। এ জন্য শুটিংয়ে অংশ নিতে সাইমন-বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবান যান। সেখানে শুটিং শেষে আগামীকাল ২৫ অক্টোবর ঢাকায় ফেরার কথা ছিল তাদের।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে এখনো শুটিং শেষ হয়নি বলে জানা গেছে।

চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে ‘চাদর’ সিনেমাটির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *