মনে হয় বয়স বেড়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি: পরীমণি

সত্যিকারের পরী না হলেও তিনি কোটি পুরুষের কাছে স্বপ্নের ডানা কাটা পরী। নজরকাড়া গ্ল্যামার দিয়ে বেশ অল্প সময়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। তিনি হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ তার জন্মদিন। প্রতিবারের মতো এবারেও নানা চমকে ভরপুর রঙিন এক জন্মদিন উদযাপন করবেন তিনি। মধ্যমণি হয়ে থাকবেন তার স্বামী শরীফুল রাজ ও পুত্র রাজ্য। এ ছাড়া পরীর জন্মদিনে আলো ছড়াবেন আমন্ত্রিত অতিথিরা।

মা হওয়ার পর পরীর এটি প্রথম জন্মদিন। তাই স্বামী-সন্তান নিয়ে তার সাজ অবশ্যই আমন্ত্রিত অতিথিদের নজর কাড়বে বলার অপেক্ষা রাখে না। জন্মদিনের অনুষ্ঠানে ছেলেদের আকুয়া ও মেয়েদের সাদা রঙের পোশাক পরে আসার অনুরোধ করা হয়েছে।

এদিন ছেলের হাতে কেক কাটার পরিকল্পনার কথাও জানিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ এই নায়িকা। সেই সঙ্গে থাকছে ভক্তদের জন্য চমক।

তিনি বলেন, সন্ধ্যায় আমার পরিচিত বন্ধুদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করেছি। এখানেই আজ আমার ভক্তদের জন্য রয়েছে দারুণ এক সারপ্রাইজ; যা এখনই বলছি না।

পরীমণি বলেন, জন্মদিন এলেই মনে হয়, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি [হাসি]। যদিও সবাই আমাকে এখনও পিচ্চি বলেই ডাকে। কী জানি, কেন সবার কাছে আজও পিচ্চি, সেটা জানি না। তবে পিচ্চি শুনতে কিন্তু ভালোই লাগে। এখন এই পিচ্চির আবার একটি পিচ্চি হয়েছে। [হাসি]

এই অভিনেত্রীর কাছে জীবন সবসময়ই সুন্দর। জীবনের সংজ্ঞা নিয়ে তার ভাষ্য, ‘প্রতিটি মুহূর্ত ভালোবাসার নাম জীবন, ভালো থাকার নাম জীবন। অথচ আমরা ভালো থাকতে চাই না! সব সময় অন্যের সাফল্যকে নিজের জীবনের সঙ্গে মেলাতে থাকি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *