ঢাকাই চলচ্চিত্রের ব্যবসাসফল ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ভক্তদের কাছে যিনি ‘ঢালিউড কুইন’ নামে সমধিক পরিচিত। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশীয় সিনেমায় রাজত্ব করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক হিট-সুপারহিট সিনেমা। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের হৃদয় জয় করেছেন এই নায়িকা।
সিনেমাতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করতে দেখা যায় তাকে। সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন।
ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। শোতে অংশ নিতেই তার সেখানে যাওয়া। রবিবার (২৩ অক্টোবর) সেখানকার একটি শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু।
তাতে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর। আর সেই গানের সঙ্গে নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁচল ও তার স্বামী সৈয়দ অমি।
মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে।’
লাইভে দেখা যায়, অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে ৩২ মিনিট ধরে। পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।