দারুণ সুখবর দিলেন আসিফ আকবর

বাংলাদেশের সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্য আগেও গান লিখেছেন কবীর সুমন। তবে এবারই প্রথম একসঙ্গে গাইলেন।

রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাঢোল এর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সেখানে অংশ নেন কবীর সুমন ও আসিফ আকবর।

সুমনের লেখা গানটির কথাগুলো এরকম- “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর…”।

গানটির কথা ও সুর কবীর সুমনের, এর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও করেছে ই মিউজিক, স্টুডিও বাংলা ঢোল এবং লেবেল আর্ব এন্টারটেইনমেন্ট।

গানটি নিয়ে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসংগীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি।

‘আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সঙ্গে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।

‘জীবনে হয়তো কোনোদিন কিছু ভাল কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল।’

গানের রেকর্ডিং মাত্রই শেষ হয়েছে, শিগগিরই গানটি বাংলাঢোলের অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাবে বলে জানান আসিফ আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *