দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনার সংমিশ্রণ। সব বাঁধা পেছনে ফেলে নিজের অভিনয় নৈপুণ্যে দর্শকমহলে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি।
একদিকে সিনেমা, অন্যদিকে ব্যক্তিজীবন- দুই জায়গায়ই আলোচনায় থাকেন তারকারা। বাঁধনও সেই তালিকার বাইরে নয়। তার ব্যক্তিজীবন নিয়েও নেটিজেনদের আগ্রহের মাত্রা একটু বেশিই বটে!
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন বাঁধন। তিনি বলেন, এখন একদম ইচ্ছে নেই। জাস্ট কাজটা নিয়ে থাকতে চাই। আর প্রচুর সলো ট্রাভেল করতে চাই।
বাঁধন বলেন, আমার মেয়েরও ১৮ হলে ওকে একা বাইরে ঘুরতে পাঠিয়ে দেবো। একা না ঘুরলে এই পৃথিবীর সন্তান বলে নিজেকে চেনা যায় না। তখন মনে হয় এই পৃথিবীতে আমার অনেক কিছু করার আছে!
ক্যারিয়ারের এই বৃহস্পতি সময়ে বাঁধনের হাতে সিনেমা কম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাঁধন বলেন, আমি তো নিজেই বলেছি, আমার কাজ কমে যেতে পারে। আর আমি কিন্তু উচ্চাভিলাশী নই। আমার চাওয়া পাওয়া ভীষণ সীমিত। তবে ভালো কাজ করতে চাই।
তিনি বলেন, আমি সব ডিরেক্টরের উদ্দেশ্যেই বলতে চাই যে একটি পূর্ণ রোমান্টিক ফিল্ম আমি করতে চাই। এমন না যে আমি ভালোবাসার গল্পে অভিনয় করিনি। প্রচুর নাটক করেছি। কিন্তু সেভাবে যেন ভাবাই হচ্ছে না আমাকে। গল্পগুলোই মনের মতো পাচ্ছি না। তাই আমি বারবার করেই বলতে চাই, একটি পরিপূর্ণ রোমান্টিক ছবিতে কাজ করতে চাই আমি।