ফুটবল পায়ে দেখা গেল শোবিজের একঝাঁক তারকাকে। ‘দামাল’ সিনেমার প্রচারে সিয়াম-রাজরা হয়ে উঠলেন মাঠের মেসি-রোনালদো। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি ‘দামাল’ সিনেমার টিম আজ খেলেছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে।
এ খেলায় ‘দামাল’ সিনেমার পক্ষে গোল করেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে গোলটি তিনি করেন হাত দিয়ে। তাই এ গোল বাতিল করে দেন রেফারি। খেলার ফলাফল ১-১ গোলে ড্র।
খেলা দেখতে এসেছিলেন জাহিদ হাসান, রিয়াজ, নিপুণ, সমু চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও অনেকে।
২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দামাল সিনেমা। এখন চলছে প্রচারণা। এ সিনেমায় রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ অনেকে।
স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি।
পরিচালক রায়হান রাফি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের ফুটবল দলের ঘটনা নিয়ে দামাল সিনেমাটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে। তার প্রচারণা হিসেবে আমাদের ভিন্ন এই আয়োজন। মূলত তারকাদের নিয়ে আজকের এই খেলার আয়োজন। এখানে কোনো দল নেই। আমরা দুই দলই দামাল।’
এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, মামুন অপু, সামিয়া অথৈ, শাহানাজ সুমীসহ অনেকেই।