অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সর্বশেষ সিনেমা ‘দিন: দ্য ডে’। ছবিটি গত কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পায়। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন মুর্তজা অতাশ জমজম।
ইরানি এই পরিচালক ১৭ আগস্ট বাংলাদেশি অভিনেতা, প্রযোজক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্তর্জাতিকভাবে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এবার সেই নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন অনন্ত জলিল। আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন অভিনেতা।
অনন্ত জলিলের পক্ষে নির্মাতা মুর্তজাকে এই উকিল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সাজেদ সামি আহাম্মাদ। চলতি মাসের ৪ তারিখ এই নোটিশ মুর্তজাকে মেইল ও কুরিয়ারে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘তিনি একজন বিদেশি নির্মাতা। তার সঙ্গে একটা চুক্তিতে কাজ করেছিলাম। সেই চুক্তি মেনেই আমি চলেছি। কিন্তু তিনি কিছু অবান্তর ও মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করেছেন৷ তাই আমি আইনি ব্যবস্থা নিয়েছি।’
এর আগে আগস্টের মাঝামাঝি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অনন্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন মুর্তজা অতাশ জমজম। তার অভিযোগ, অনন্ত জলিল তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন। তার কথায়, ‘দিন: দ্য ডে’ ছবির অর্ধেক প্রযোজনা আমাদের। অনন্ত আমাদের সেই অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে ফেলেছেন। তার মতো করে ছবিটি চালিয়েছেন। অথচ আমি ছবিটির প্রধান প্রযোজক।’
মুর্তজা আরও লিখেছেন, ‘আমি বাঙালি সংস্কৃতিকে সম্মান করি। এ কারণে অনন্তর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো সমাধান দেননি। চার বছর ধরে আমাদের অংশের টাকা ফেরত দিতে তাকে অনুরোধ করছি। কিন্তু তিনি টাকা ফেরত দেননি, যোগাযোগও করেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা এবং আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া কোনো পথ খোলা রাখেননি।’
যদিও অনন্ত জলিল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে সেসময় বলেন, ‘চার বছর পর এ কেমন অভিযোগ? এটার কোনো ভিত্তি নেই। মুর্তজার সঙ্গে যে চুক্তি হয়েছিল তার লিগ্যাল পেপার আমার হাতে আছে। আসলে খোঁজ নিয়ে দেখা যাবে কিছুই না। নিশ্চয়ই বাংলাদেশ থেকে কেউ কলকাঠি নাড়ছে।’