কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদীর পাশে জায়েদ খান

সম্প্রতি শহর ভেসে গেছে মেহেদী নামের এক যুবকের আহাজারিতে। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই তার। তাই নিজের কিডনি বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যায়ভার বহন করতে চান তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছেন মেহেদী। তাতে লেখা আছে, ‘মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চাই।’

নেটিজেনরা বেশ সহানুভূতি দেখাচ্ছেন মেহেদীর প্রতি। বিষয়টি নজরে আসার পর মেহেদীর পাশে দাঁড়ালেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। নিজের সেচ্ছাসেবী সংগঠন ‘সাপোর্ট’র মাধ্যমে মেহেদীর মায়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এ নায়ক।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে জায়েদ খান দেখা করেন মেহেদী ও তার মায়ের সঙ্গে। আশ্বাস দেন, মায়ের চিকিৎসা ব্যয়ভারের বিষয়ে।

জায়েদ খান বলেন, ‘মেহেদী তার মায়ের চিকিৎসার জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে আর আমার মা নেই শুনে- মেহেদীর মা বললেন, তুমি আমার সন্তান। আশা করছি মেহেদীর মায়ের চিকিৎসায় কোনও সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

জায়েদ খান বলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখের পানি ঝরেছে। মা হারানোর কষ্ট আমি বুঝি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *