বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান। কাজ করেন নাটক এবং চলচ্চিত্রে। তার পরিচিতি দেশব্যাপী। অর্থাৎ, আট থেকে আশি- সব প্রজন্মের কাছেই একটা সুপরিচিত মুখ দিলারা জামান।
৮০ বছর বয়সেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি তাকে। এখনও অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। বর্তমানে শুটিং করছেন নতুন ধারাবাহিক নাটক এমিল ও গোয়েন্দা বাহিনীর। নাটকটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ।
একটি সংবাদমাধ্যমকে দিলারা জামান বলেন, ‘বয়সের ভারে চাইলেও খুব বেশি কাজ করতে পারি না। কিন্ত যতটুকু পারি এখনও অভিনয় করছি। একটা জীবন তো অভিনয় করেই পার করে দিলাম।’
নতুন ধারাবাহিকের বিষয়ে তিনি বলেন, ‘নাটকটি গোয়েন্দা গল্প নির্ভর। দাদীর চরিত্রে অভিনয় করেছি। ঢাকা শহরের মধ্যে আমার অংশের শুটিং হয়েছে। দূরে শুটিং করার কথা বললেও এখন আর যেতে সাহস পাই না। শরীর নিতে পারে না।’
এক প্রশ্নের জবাবে ৫ দশক ধরে অভিনয় করে আসা দিলারা জামান বলেন, ‘এক এক করে সবাই চলে যাচ্ছে, এটা খুব কষ্টের। শর্মিলী আহমেদ আমার কাছের মানুষ ছিলেন, চলে গেলেন। মাসুম আজিজ খুব কাছের মানুষ ছিলেন, তিনিও চলে গেলেন। একদিন সবাই যাবে। আমিও চলে যাব। আমি চলে গেলে খবরটি সবাইকে পৌঁছে দিও।’
‘মানুষের ভালোবাসা নিয়ে বহু বছর অভিনয় করে কাটিয়ে দিলাম। চলে যাওয়ার সময়ও যেন মানুষের ভালোবাসা পাই’, যোগ করেন দিলারা জামান।