ভিআইপি প্রটোকলে বনানীতে এলেন শাকিব খান

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার বিকাল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন তিনি। এসময় তাকে ভিআইপি প্রটোকলে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনির একাধিক সদস্যরা শাকিবকে ঘিরে রাখেন। উদ্বোধনের আগে ও পরে গাড়িটি পুলিশের গাড়ির মাধ্যমে নিরাপত্তা দিতে দেখা যায়।

শাকিব খান আসার সঙ্গে সঙ্গে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে ফিতা ও কেক কেটে তিনি গ্লোম্যাক্সের নতুন যাত্রায় শুভ কামনা জানান।

এদিকে, শাকিব আসার খবর আগেই গণমাধ্যমের কল্যাণে জেনেছিলেন তার ভক্তরা। এ কারণে তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় ভক্তরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনির কড়া নিরাপত্তায় কেউ কাছে যাওয়ার সুযোগ পায়নি।

জানা যায়, গ্লোম্যাক্সের উদ্বোধনে শাকিব খানকে আমন্ত্রণ জানান চিত্রপরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

উর্মিলা জানান, সানী ভাইয়ের স্ত্রী গ্লোম্যাক্সের সাথে জড়িত। আগামীতে শাকিব খানকে নিয়ে সানী ভাই ছবি করতে যাচ্ছেন। তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সুবাদে শাকিব খানকে আমরা পেয়েছি।

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *