আলোচনা-সমালোচনা পেছনে ফেলে নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। সিনেমার কাজের পাশাপাশি এবার তাকে দেখা গেলো ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বিউটি পার্লার উদ্বোধনে।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকালে বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে বিউটি পার্লারটির উদ্বোধন করেছেন শাকিব খান।
এ নিয়ে ঊর্মিলা বলেন, ‘গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু করতে যাচ্ছি। এর নতুন নাম ‘গ্লোম্যাক্স’। এখানে আমার সঙ্গে উর্মি জিনু ও বিউটি আক্তার নামে আরও দুজন পার্টনার আছে।’
উর্মিলা আরও বলেন, ‘আমি ছোট বেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম। এখানে ছেলে ও মেয়েরা কাজ করাতে পারবে।’