ঢাকাই সিনেমার আলোচিত নাম জায়েদ খান। নানা ঘটনায় সারা বছরই বিতর্কে থাকেন এই চিত্রনায়ক। তাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। একটি শেষ হলে নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা।
তবে কোনো বিতর্ককেই গায়ে মাখেন না জায়েদ খান। চলেন নিজের মর্জিতে। তার দাবি, যে গাছের ফল মিষ্টি, সে গাছে ঢিলও ছোঁড়া হয় বেশি। অর্থাৎ, যে যতটা জনপ্রিয়, তাকে নিয়ে বিতর্কও তত বেশি হয়।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে কাজ থেকে বিরতি নিয়ে নিজের মতো সময় কাটাচ্ছেন নায়ক। সম্প্রতি গিয়েছিলেন গ্রামের বাড়ি পিরোজপুরেও। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটান।
এদিকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি পোস্ট করেন জায়েদ খান।
ক্যাপশনে লেখেন, ‘চেহারাটা বদলানো যাবেনা, কারণ সেটা বিধাতার সৃষ্টি। কিন্তু চরিত্রটাকে বদলাতে পারি, কারণ এটা আমার সৃষ্টি!’
সেই পোস্টের নিচে বহু নেটিজেন জায়েদ খানকে ভালোবাসা জানিয়েছেন।