মসজিদের কি যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়: ওমর সানী

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। তবে ব্যস্ততার শেষ নেই তার। চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় ব্যস্ত দেখা যায় তাকে।

এদিকে তার সহধমির্নী চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পর্দায় ও বাস্তব জীবনে এই দুই তারকার কেমিস্ট্রি বরাবরই ভক্ত-অনুরাগীদের মন জয় করে নেয়। আর ব্যস্ততার মাঝেও প্রায়ই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেই সব ভালো লাগা মুহূর্তগুলো সোশ্যালের মাধ্যমে ভাগ করে নেন সানী-মৌসুমী।

সম্প্রতি এই তারকা জুটি সংযুক্ত আরব আমিরাত সফরে যান। গত ১৪ অক্টোবর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করে ওমর সানী জানান, ঢাকা থেকে দুবাইতে গিয়ে অবস্থান করেছেন তারা।

দুজনার ঘোরাঘুরির ছবি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন ওমর সানী। জানা গেছে, দেশটির রাজধানী আবুধাবীতে নির্মিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে গিয়েছিলেন তারা। শুধু তাই নয় সেখানে নামাজও আদায় করেছেন এই তারকা দম্পতি।

ফেসবুকে সবশেষ দেওয়া একটি স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ আবুধাবি, আলহামদুলিল্লাহ দেখার সৌভাগ্য হল, নামাজ আদায় করলাম, কি যে সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয়, যাক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *