ঢাকাই সিনেমার নতুন আলোচিত নায়ক শরিফুল রাজ। অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি। আগামী ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন এ অভিনেতা।
গতকালও সিনেমাটির প্রচারণার শুটে অংশ নিয়েছেন তিনি। সেই শুটে হাজির ছিল নায়কের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। প্রথম বার বাবার শুটিং দেখতে গিয়েছিল সে।
শুটিংয়ে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার একটি ছবি পরীমণি তার ওয়ালে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য প্রথমবার তার বাবার শুটিং দেখতে গেল।’
পরে এ বিষয়ে পরীমণি সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল দামাল এর প্রচারণার একটি কাজের শুটিং করছিলেন রাজ। হুট করেই রাজ্যকে নিয়ে চলে আসতে বলে। আমিও রাজ্যকে নিয়ে ছুটে যাই। সেখানে সিয়ামের স্ত্রী অবন্তী ও তার ছেলেও ছিল। দারুণ আনন্দ হয়েছে আমাদের। রাজ্য ওর বাবার শুটিংও উপভোগ করেছে।’
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের মা হন পরী।
ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মের পর থেকেই পুরো সময়টা তাকে নিয়েই কাটে ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকার।