ঢাকাই সিনেমার এক সময়কার আলোচিত নায়িকা মুনমুন। তবে দীর্ঘ দিন ধরে সিনেমায় অনিয়মিত তিনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীতি নতুন সিনেমা ‘রাগী’। এ সিনেমার মাধ্যমে ফের আলোচনায় অভিনেত্রী।
তবে এখানে খল চরিত্রে দেখা গেছে পর্দা কাঁপানো মুনমুনকে। এ সময় দীর্ঘদিন পর আবারো সিনেমায় ফেরা, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী।
এখন আর কোন নতুন সিনেমায় কাজ করছেন কি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুনমুন বলেন, আপাতত কোনো সিনেমা নতুন করে কাজ শুরু করিনি। দেখা যাক। এখন আমি খুব ব্যস্ত নই, আবার একদম ফ্রিও নই। বিভিন্ন শো করছি, দেশের বিভিন্ন প্রান্তে টুকটাক কাজ করছি। যদি আমাকে নিয়ে নতুনভাবে কোনো নির্মাতা ভাবে, আমার গল্প ভালো লাগে তাহলে আবার পর্দায় দেখা যাবে আমাকে।
এখন কারো সাথে প্রেম করছেন কি, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, দেখুন দীর্ঘদিন ধরে একা আছি। আমার আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। সামনে সময় সুযোগ পেলে হয়তো ফের বিয়ে করবো।
তাহলে কি মুনমুন সিঙ্গেল?, তার জবাবা, সত্যি কথা বলতে আছে। একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি তিনি মিডিয়ার কেউ না। আমার কাজের ক্ষেত্রের কেউ নন।