সৌরভ দাসকে পছন্দের সব খাবার খাইয়েছি: মিথিলা

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। রবিবার (১৬ অক্টোবর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

ওই পোস্টের ছবিতে দেখা যায়, ঢাকায় এসে বেশ আনন্দে আছেন সৌরভ দাস। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা, নাবিলা ও সাফা কবির। তারা একঙ্গে আড্ডা দিচ্ছেন। ছবির ক্যাপশনে সৌরভ দাস লিখেছেন, ‘পূর্বের সুন্দরীদের সঙ্গে’।

জানা গেছে, অভিনেত্রী মিথিলার বাসায় অতিথি হয়েছিলেন সৌরভ। তবে হঠাৎ তার ঢাকায় আসার কারণ কি সে বিষয়ে কিছুই জানাননি সৌরভ।

এদিকে মিথিলা জানালেন কাজেই সৌরভ বাংলাদেশে এসেছিলেন। আর কাজ শেষ করেই তার বাসায় আসেন তিনি।

কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে সেখানে শিল্পীদের প্রিয়মুখ মিথিলা। প্রায় সবার সঙ্গেই বেশ সখ্য তৈরি হয়েছে তার। সৌরভও তার ব্যতিক্রম নন। তবে এর বাইরেও এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় পর্বে।

মিথিলা বলেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপেরও। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল। এটা কলকাতাতেও বলে। ওকে আমাদের অভ্যাসগুলো ভালো করে শিখিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে।’

মিথিলাকে জিজ্ঞেস করা হয়েছিল―কী কী খাইয়েছেন সৌরভকে? ধীরে ধীরে মনে করে বলার চেষ্টা করছিলেন তিনি।

জানালেন, তালিকায় ছিল পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। মিথিলা বলেন, ‘ওর শুঁটকি ভীষণ পছন্দের। যার ফলে শুঁটকির প্রতি ওর আগ্রহ ছিল। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *