ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। এই নায়িকার জন্মদিন মানেই জমকালো আয়োজন ও উৎসব। মাত্র কয়েকদিন পরে জন্মদিন তার। প্রতিবার নানা আয়োজনে পালন করে থাকেন জীবনের বিশেষ এই দিনটি। তাতে নানা উপহার পান পরী।
অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীর কাছে। কেননা, এবার বিশেষ দিনে সঙ্গে থাকবেন পরিবারের নতুন সদস্য রাজ্য। মা হওয়ার পরে এবারই প্রথমবার সন্তানের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।
এদিকে এবার জন্মদিনে কী আয়োজন থাকছে, তা এখনই প্রকাশ করেননি অভিনেত্রী। কিন্তু জন্মদিনের আয়োজনে যে কমতি থাকবে তার ইঙ্গিত দিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা।
পরীমণি বলেন, আমার জন্মদিন সব সময় স্পেশাল। এবারও স্পেশাল। মজা করে দিনটি উদ্যাপন করতে চাই। মন খারাপ করতে চাই না।
পরী আরও বলেন, জন্ম নিয়ে আমি আসলে অনেক হ্যাপি। আল্লাহর কাছে শুকরিয়া। এবার তো আনন্দের মাত্রা অনেক বেড়ে যাবে। কারণ এবার আমি একা না, রাজ্য (পরীর সন্তান) আছে আমার সাথে। তাই খুব আনন্দের সাথে, স্পেশালভাবে দিনটি উদ্যাপন করতে চাই।
পরীমনির জন্মদিনে অতিথিদের জন্য থাকে ড্রেসকোড। এবার কী থাকছে? উত্তরে অভিনেত্রী হেসে বলেন, এবার আকাশি-সাদার সমন্বয় হতে পারে। নাও হতে, হা হা হা। ভাবছি, আকাশি-সাদা অথবা ফিরোজা-সাদা রঙের সমন্বয় করতে পারি। তবে এবার ড্রেসকোড আগেই জানিয়ে দেব।
তবে জন্মদিনের আয়োজন কোথায় বসবে সে ব্যাপারে এখনই জানাতে রাজি হননি পরীমনি।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।