বাংলা চলচ্চিত্রের সুপরিচিত মুখ জায়েদ খান। অভিনয়ের মধ্যদিয়ে আলোচিত না হলেও অন্য নানা কারণে সারা বছরই তিনি থাকেন আলোচনা আর বিতর্কের কেন্দ্রে। তাকে ঘিরে জন্ম নেয় নানা প্রশ্ন।
তার মধ্যে অন্যতম, বয়স ৪০ ধর ধর, তবু কেন বিয়ে করছেন না জায়েদ খান? বহুবার নানা অনুষ্ঠানেও তিনি এই প্রশ্নের মুখে পড়েছেন। কিন্তু কখনোই পরিষ্কার কোনো জবাব দেননি অভিনেতা।
অবশেষে একটি কারণ ফাঁস করলেন জায়েদ খান। গেল দুর্গাপূজার উৎসবে নিজ জেলা পিরোজপুরে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি। সেখানে তাকে দেখতে অসংখ্য তরুণী ছুটে আসেন বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন জায়েদ খান। সেই সূত্র ধরে তাকে প্রশ্ন করা হয়, তাহলে বিয়ে করছেন না কেন? জবাবে জায়েদ খান বলেন, ‘এত মেয়ের ক্রাশ আমি, এত মেয়ে আমাকে দেখতে আসে, বিয়ে করলেই তো দাম পড়ে যাবে।’
জায়েদ খান আরও বলেন, ‘এত মেয়ে আমাকে দেখতে আসে, এত এত মেয়ের ক্রাশ আমি, বিবাহিত হলে কি দেখতে আসত? এই ক্রাশটাই থাকুক না। হাতে আছে একটা জিনিস, ছেড়ে দিলেই তো শেষ। নাটাই তো আমার হাতে, থাকুক না হাতে কিছুদিন। দাম বাড়িয়ে তারপর বিয়ে করব। বিয়ে করলেই তো দাম পড়ে যাবে।’
ইলিয়াস কাঞ্চন সাহেবও কিন্তু আপনাকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন―এ প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আমার বাবাও তো বিয়ে করতে বলেছিলেন। বাবার কথাই শুনিনি আর ইলিয়াস কাঞ্চনের পরামর্শ কি শুনব বলে মনে হয় আপনার? বিয়ের বিষয়ে আমার যখন একটা মেন্টাল প্রস্তুতি আসবে তখন বিয়ে করব। যেহেতু আমার বাবা-মা নেই এখন। আমার বড় দুই ভাই আছে, বোন আছে, তাদের সঙ্গে আলাপ করে যখন মনে হবে এখন আমার মেন্টাল সময় বা ম্যাচিউরিটিও এসেছে তখন বিয়ে করব।’