শিশুদের চকলেট উপহার পেয়ে যা বললেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি রাজধানী ঢাকা থেকে দূরে, দুর্গম অঞ্চলে গিয়েছিলেন শুটিংয়ের জন্য। সেখানে গিয়ে চকলেট উপহার পেয়েছেন এই অভিনেত্রী।

রোববার (১৬ অক্টোবর) বুবলী সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সে কথাই জানালেন। কয়েকজন শিশু তাকে এক বক্স চকলেট উপহার দিয়েছেন। ছবিতে তার হাতে একটি চকলেটের বক্সও দেখা যাচ্ছে। আর এতে বেশ উচ্ছ্বসিত বুবলী।

বুবলী ফেসবুকে লিখেছেন, “হঠাৎ করে কিছু দুর্গম শুটিং লোকেশনেও যখন এরকম ভালোবাসা আর চকলেটস্ নিয়ে চলে আসে ছোট্ট সোনামণিরা, অনেক দোয়া আর ভালোবাসা তোমাদের প্রতি লক্ষীমনিরা।”

সোশ্যালে পোস্ট করা নায়িকার ছবি দেখা মনে হচ্ছে, কোনো দুর্গম চরাঞ্চলে শুটিং করতে গিয়েছিলেন বুবলী। সেখানে নায়িকার আগমনের খবরে হাজির হয় ওই শিশুরা।

সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এরপর শাকিব খান ও বুবলী দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *