এবার সিনেমায় নাম লেখালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহনমন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান। চিত্রনায়ক নিরব জানান, শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।
নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামালকে জুটি করে সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। নিরব জানান, ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে ছবিটি সম্পর্কে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে।
নিরব বলেন, ‘শাজাহান খান ভাইয়ের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ হয়নি। তবে এই ছবির বিষয়ে আমার দুইবার কথা হয়েছে মুঠোফোনে। আগামী ২০ তারিখে মহরত অনুষ্ঠানে তিনি আসছেন। সেদিন তার গল্পটি প্রসঙ্গে সবার সঙ্গে সরাসরি আলাপ করবেন।’
শাজাহান খানের গল্পে নিরব-সুনেরাহকে নিয়ে নির্মিতব্য এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।