ব্যক্তিগত জীবন নিয়ে মাসজুড়ে আলোচনা-সমালোচনায় জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেই সমালোচনা কাটাতে বেশ তড়িঘড়ি করে তরুণ নির্মাতা রায়হান রাফির সঙ্গে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন; নাম ‘প্রেমিক’।
শুধু কি তাই, গণমাধ্যমে বলেছেন আরও পাঁচ পরিচালকের নাম, যাঁদের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার। তবে এই ঘোষণা শাকিব খানকে নিয়ে অন্তর্জালে আলোচনা-সমালোচনা থামাতে পারেনি।
ব্যক্তিগত জীবনের খবরের বাইরে শাকিব খানের সিনে পর্দার খবর, শুটিংয়ে ফিরছেন তিনি। তাঁর নতুন সিনেমার নাম ‘শের খান’। ছবিটি নির্মিত হবে শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এবং সানীর কপ ক্রিয়েশনের ব্যানারে। দুই প্রযোজনা সংস্থার সূত্রের মাধ্যমে জানা গেছে এ তথ্য।
সূত্র আরও জানিয়েছে, এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামে নিবন্ধন নিয়েছেন কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার।
অন্য একটি সূত্র মারফত জানা গেছে, শিগগিরই এই ছবির শুটিংয়ে অংশ নেবেন শাকিব। চলতি মাসে টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে সিনেমাটির।
ওই সূত্র আরও জানায়, কপ ক্রিয়েশন অক্টোবর ও নভেম্বরে দুটি সিনেমার ঘোষণা দেবে। সিনেমা দুটিতে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন।