নিজের স্বপ্ন পূরণ করলেন মাহি

ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। হাতে তার একগুচ্ছ কাজ। সম্প্রতি একাধিক নাটকের কাজে থাইল্যান্ডে যান তিনি। সেখানকার কাজ শেষে দেশে ফিরে ফের ব্যস্ত হয়ে পড়েছেন নতুন কাজে।

এরইমধ্যে জানা গেল নিজের স্বপ্ন পূরণ করতে স্বপ্নের ছাদ খোলা গাড়ি কিনেছেন অভিনেত্রী। স্বপ্নের গাড়ির চাবি হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত মাহি। সেই উচ্ছ্বাস তিনি প্রকাশ করেছেন সামজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার একটি ছাদ খোলা গাড়ির স্বপ্ন ছিল। যখন টিভিতে কার্টুন দেখতাম ছাদ খোলা গাড়ির তখন শুধু ভাবতাম— কবে আমার এমন একটি গাড়ি হবে। কিন্তু আসলে সাধ আর সাধ্যের কিছু ব্যবধান আমাদের থাকে যার কারণে মনে হতো আমার স্বপ্ন আসলে স্বপ্নই রয়ে যাবে।’

এরপর তিনি লেখেন, ‘আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমি আমার সেই স্বপ্নকে পূরণ করতে পারব। কারণ আমি জানতাম একটি সম্পূর্ণ নতুন ছাদ খোলা গাড়ি কিনতে প্রচুর টাকার প্রয়োজন যা কি না আমার পক্ষে সম্ভব না। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আমি আমার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি।’
এসময় এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি আমার কষ্টে উপার্জিত টাকা জমিয়ে আজ থেকে ছয় মাস আগে চিন্তা করলাম, এমন একটি ছাদ খোলা গাড়ি বানাব যেটা কি না হবে ঢাকা শহরের ভিন্নধর্মী একটি ছাদ খোলা গাড়ি। এই গাড়ি বানাতে আমাকে সাহায্য করেছেন মাহিম করিম খান। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

সবশেষে মাহি লেখেন, ‘বিশ্বাস করবেন কি না জানি না সারাদিন কাজ করে আসার পর তেমন সময় থাকে না একজন অভিনয়শিল্পীর জন্য। সেই সকাল আটটা থেকে রাত দুইটা-তিনটা পর্যন্ত কাজ করার পরে যখন বাসায় ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে যাওয়ার কথা তখন বেরিয়ে পড়ি আমার ভাই-বোনদের নিয়ে ড্রাইভে। আমার কাজের বাইরে এই একমাত্র শখ যেটা কি না আমাকে প্রচন্ড ভালোলাগা দেয়।আজ আমি অনেক খুশি। কারণ আমার কষ্টের টাকায় আমার ছাদ খোলা গাড়ি!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *