বঙ্গবন্ধুকে নিয়ে কটূ‌ক্তি, ঢা‌বি শিক্ষক চাক‌রিচ্যুত

নজর২৪, ঢাকা- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূ‌ক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে স্থায়ী অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

 

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সুপারিশে সম্মতি জানিয়েছে গঠিত ট্রাইব্যুনাল। এর ভিত্তিতে তাকে চাকরি থেকে অব্যাহতি সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

 

অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক। ২০১৮ সালের ২৬ মার্চ জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি কলাম লেখেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। এর বিভিন্ন অংশের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন করে ছাত্রলীগ। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চও স্মারকলিপি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *