বাংলাদেশের সিনেমার আবার সুবাস বইছে: নিপুণ

সর্বশেষ ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমা দিয়ে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন। পরে আরো বেশকিছু সিনেমায় একসঙ্গে ‘পোড়ামন’ জুটি অভিনয় করলেও, মুক্তি পায়নি একটিও।

দীর্ঘ বিরতির পর শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সাইমন-মাহি। সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

‘লাইভ’র মুক্তি উপলক্ষে বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সিনেমাটির পরিচালক, নায়ক ও নায়িকা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘‘বাংলাদেশের সিনেমার আবার সুবাস বইছে। আগেই আমি ‘লাইভ’ সিনেমার অল্প শুনেছি। বাস্তব কাহিনী থেকে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আশা করি এটি সবার ভালো লাগবে। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’

এসময় তিনি বলেন, অকার্যকর এফডিসিকে কার্যকর করতে যা কিছু করা দরকার আমরা করবো। কথায় নন, কাজটা করতে চান বলেও জানান নিপুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *