মেয়ের ডিভোর্স নিয়ে সামান্থার বাবার আবেগঘন পোস্ট

সামান্থা নাগা চৈতন্য দম্পতি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। ‘ইয়েম মায়া চেসেভ’ সিনেমার মাধ্যমে ভারতীয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত হওয়া সামান্থা প্রথম সিনেমায় অনেক পরিচিতি লাভ করেন এবং তারপর ধারাবাহিকভাবে চলচ্চিত্রের সুযোগ পান। তিনি এই সিনেমায় নাগা চৈতন্যের সাথে অভিনয় করেছিলেন এবং তার প্রেমে পড়েছিলেন।

বলাই বাহুল্য যে, কয়েক বছর ধরে প্রেম করা এই দম্পতি বড়দের উপস্থিতিতে জমকালোভাবে বিয়ে করলেও তাদের দাম্পত্য সম্পর্ক বেশিদিন টেকেনি। ডিভোর্সের মাধ্যমে বিচ্ছেদ হওয়া দুজনেই বর্তমানে নিজ নিজ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

নাগা-সামান্থার সংসার ভাঙার পর তাদের পরিবারের কেউ কেউ মুখ খুলেছিলেন। কিন্তু সামান্থার বাবা এ নিয়ে টুঁ-শব্দও করেননি।

দীর্ঘদিন পর মেয়ের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন সামান্থার বাবা জোসেফ প্রভু। মেয়ে ও মেয়ের জামাইয়ের এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন বলে জানান তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জোসেফ প্রভু বলেন—‘সামান্থা-নাগার বিচ্ছেদের সিদ্ধান্তের খবর জানার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সামান্থা-নাগার সমস্যার সমাধান হবে। ওদের দুজনের এই সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক।’

সামান্থা-নাগার বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন জোসেফ। তিনি আরো বলেন—‘এই মুহূর্তগুলো কখনো ভুলতে পারব না। নাগা-সামান্থার উচিত পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়; শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *