সম্প্রতি ‘কিল হিম’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। যে সিনেমায় অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। গত ৩ সেপ্টেম্বর এফডিসিতে চলচ্চিত্রটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মো. ইকবাল অনন্ত জলিলের গুণ-কীর্তন করেন। ইকবাল তার প্রশংসা করে বলেন, আমি বলা মাত্র অনন্ত জলিল একবাক্যে নিজের লুক পরিবর্তন করতে রাজি হয়ে যান।’
অনন্ত জলিলের সঙ্গে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়কের তুলনাও করেন ইকবাল। বক্তব্যের এক পর্যায়ে শাকিব খানকে ইঙ্গিত করে ইকবাল বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে অনেক নোংরা মানসিকতার লোকজনও দেখেছি। ওটাকে স্টার বলে না, ওটাকে সুপারস্টার বলে না। কোন গল্প খাবে কোন গল্প খাবে না সেটাই বোঝে না, যে গল্পই বোঝে না, সে কীসের সুপারস্টার। আমার কথা বিশ্বাস না করলে কাজী হায়াতকে জিজ্ঞেস করেন।’
এদিকে বন্ধু শাকিব খানকে নিয়ে ইকবালের এমন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। ইকবালের এই বক্তব্যের সমালোচনা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন গল্প না বুঝলে তাকে নিয়ে এর আগে সিনেমা বানিয়েছেন কেন?
উল্লেখ্য, মহরতে জানানো হয় ‘কিল হিম’ ছবির জন্য অনন্ত নিচ্ছেন ৪০ লাখ আর বর্ষা নিচ্ছেন ১০ লাখ সম্মানী। ‘কিল হিম’ সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।
ছবির মহরত অনুষ্ঠানে আসেন ইলিয়াস কাঞ্চন, ডিপজল, সাইমন সাদিকসহ অনেকেই।