মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, মলি আক্তার, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।