ঢাকাই শোবিজের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হলেও কাজের ব্যস্ততা অনেকটা কমিয়েছেন।
সম্প্রতি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন। আপাতত পড়ালেখার দিকে মনযোগ দিতে চান তিনি।
বার্তা সংস্থা ইউএনবির সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, তিনি ঘুরতে পছন্দ করেন। দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর শখ তার। আর পাহাড় খুব পছন্দ এই তারকার। দীঘি বলেন, “সুযোগ হলে কেওক্রাডং চূড়ায় বারবার যেতে চাই।”
শিশু শিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার শুরু। “তুমি আছো তুমি নেই” ও “টুঙ্গিপাড়ার মিঞা ভাই” সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক ঘটে।
কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।