বিয়ের অভিজ্ঞতা দারুণ: শুভশ্রী

দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। তবে সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন তারা।

বিয়ের পর রচনা ব্যানার্জির টিভি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার-১’-এ হাজির হন শুভশ্রী। তাতে বিয়ে-সংসার নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন শুভশ্রী। পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। কারণ বিয়ের অভিজ্ঞতা নিয়ে এ নায়িকার কিছু মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের।

এ অনুষ্ঠানে রচনা ব্যানার্জিকে শুভশ্রী গাঙ্গুলি বলেন—‘সবাই বলে বিয়ের আগেই ঠিক আছে, একদম বিয়েটিয়ের কথা বলিস না। এমনকী আমার মা-ও বলত, একদম বিয়ের কথা ভাববি না এখন। কিন্তু আমি সবাইকে বলব, যারা তৈরি তারা অবশ্যই বিয়ে করুন। দারুণ অভিজ্ঞতা।’

শুভশ্রীর শাশুড়ি প্রচন্ড আদর করেন তাকে। এজন্য শ্বশুর বাড়িতে তেমন কোনো কাজই করতে হয় না। শুভশ্রীর ভাষায়— ‘সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়ে হাজির হয় রাজ। বিশেষ করে আমার শাশুড়ি মা চান আমি রানী হয়ে থাকি।’

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে বাগদান করেছিলেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। এরপর একই বছরের ১১ মে বিয়ে করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান। তার নাম রেখেছেন ইউভান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *