দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে চেনা ছন্দে ফিরলেন ঢালিউড কিং শাকিব খান। সর্বশেষ এই অভিনেতা গত বছরের নভেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। ৯ মাস পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি। এরপর এই কয়েকদিন পরিবারকে সময় দেন তিনি।
রোববার (৪ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব।
শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শাকিব তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’
একেবারে ফ্রেশ লুকে শাকিব খানের ছবিটি অন্তর্জালে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেয় তার ভক্তরা। তারা বলছেন, শাকিব খান যে নতুন করে আবার ফিরছেন ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেখানে শত শত ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।
জানা গেছে, অচিরেই শাকিব খান সিনেমার শুটিংয়ে ফিরছেন। তার হাতে বেশকিছু নতুন কাজ রয়েছে। যার জন্য বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন এ নায়ক। নিজেকে ফিট করতে নিয়মিত করছেন জিম।
শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি কাজ করছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন। এখানে শাকিব খানের সহশিল্পী আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরেই বিজ্ঞাপনটি প্রচারে আসার কথা রয়েছে।