ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নিজাম উদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লিতে অবস্থান করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তখন তাঁরা নিয়মিত নিজাম উদ্দিন দরগা জিয়ারতে যেতেন। স্মৃতি বিজড়িত পবিত্র এই স্থানে যেতে পেরে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সেখানে নফল নামাজ আদায় ও মোনাজাতকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ডেপুটি প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী পরে নিজাম উদ্দিন আউলিয়ার দরগার বিভিন্ন অংশে যান। ভারতে সুফি সংস্কৃতির অন্যতম পবিত্র স্থান এই দরগাটি প্রায় ৭০০ বছরের পুরনো।
প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ভারত সফরের শেষ দিনে রাজস্থানে আজমির শরিফ দরগা জিয়ারত করবেন। এর আগে ২০১৭ সালে আজমির শরিফ জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া ২০১০ সালে যখন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তখনও আজমির শরিফ জিয়ারত করেন।
চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।
আগামীকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ব্যস্ত দিন কাটাবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির ভবনে গার্ড অব অনারের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। রাজঘাট গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে রাষ্ট্রীয় অতিথিভবন হায়দ্রাবাদ হাউজে।
বৈঠক ছাড়াও দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনা করবেন। বিকেলে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।