ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্য’র জন্ম হয়।
কোনও লুকোচুরি নয়, ২৪ ঘণ্টা না পেরুতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন মা পরীমণি। জানালেন নামও।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশিত করেছেন এই নায়িকা। জানিয়েছেন পুত্রের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য।
ছেলের উদ্দেশ্যে এই নায়িকা ক্যাপশনে লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী।
গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। যদিও এমন গুঞ্জন আগে থেকেই ছিল। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিয়ে গত ১০ জানুয়ারি পরীমনি মা হওয়ার খবর প্রকাশ করেন।