শহীদ মিনারে জুতা পায়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মঞ্চ করা হয়েছে কেন্দ্রিয় শহীদ মিনারে।

সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কমান্ডারসহ বাসাইল উপজেলার প্রথমসারির ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার কয়েকটি ছবি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। ছবিতে দেখা যায়, শহীদ মিনারের বেদীতে তৈরী মঞ্চে অতিথিরা বীরমুক্তিযোদ্ধা আবদুল গফুর মিয়া বীরপ্রতীকের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দিচ্ছেন।

এসময় পায়ে জুতা নিয়েই অতিথিরা মঞ্চে উঠে ক্রেষ্ট দিচ্ছেন এবং সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবদুল গফুর বীরপ্রতীক নিজের পায়ে জুতা নিয়েই বেদীতে উঠেছেন এবং অতিথিদের হাত থেকে ক্রেষ্ট নিচ্ছেন। এ সংক্রান্ত ছবি বাসাইলের বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে বাসাইল জোবেদা রোবেয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল বলেন, শহীদ মিনার একটি সন্মানের জায়গা। এই জায়গার সন্মান রক্ষা করাটা প্রত্যেকের বিবেক এবং শিক্ষা। যদি কেউ সেটা না করে তাকে ব্যাক্তিগতভাবে জবাবদিহিতা করতে হবে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খঃ জহুরুল হক ডিপটি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, কষ্টদায়ক এবং অপ্রত্যাশিত একটি বিষয়। দিকনির্দেশক প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছ থেকে এটা অপ্রত্যাশিত। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো।

বিষয়টি নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *