আশা করি আমাকে আজীবন ভালোবাসবে: সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওনের দারুণ ব্যস্ততায় কাটছে। সিনেমা, ওয়েব সিরিজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ মিলিয়ে যেন দম ফেলার ফুরসত নেই। কদিন আগেই ঘুরে গেছেন বাংলাদেশে। অংশ নিয়েছিলেন একটি বিয়ের আয়োজনে।

এরপর দেশে ফিরেই শুরু করেন একটি তেলেগু সিনেমার শ্যুটিং। যেটার নাম ‘রেণুকাস ওয়েডিং’। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই মজাদার এক অভিজ্ঞতা হয়েছে সানির। সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা সানি লিওনের ওই ভিডিওতে দেখা গেল, এক ভক্ত এসেছেন তার সঙ্গে দেখা করতে। তার হাতে সানির নামে ট্যাটু করা। ওই ভক্তকে কাছে ডেকে ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘আশা করি তুমি আজীবন আমাকে ভালোবাসবে। কারণ এ ছাড়া তোমার অন্য কোনো উপায় নেই। একটি ভালো স্ত্রী খুঁজে পাও, শুভকামনা রইল।’

মাত্র সাত ঘণ্টায় সানির ওই ভিডিওতে ৫০ লাখের বেশি ভিউ হয়েছে। বোঝাই যাচ্ছে, এক ভক্তের ভালোবাসা অন্য ভক্তরাও উচ্ছ্বাসের সঙ্গে উপভোগ করছেন।

ভিডিওতে গোলাপি রঙের শাড়িতে দক্ষিণী সাজে দেখা যায় সানি লিওনকে। কেবল তাই নয়, এ সময় তার মাথায় গজরা ছিল। সঙ্গে মানানসই গয়না।

সম্প্রতি তেলেগু সিনেমা ‘রেনুকাস ওয়েডিং’ এর শুটিং করতে তিরুপতি গিয়েছিলেন অভিনেত্রী। ধারণা করা হচ্ছে সেখানেই ওই ভক্তের সঙ্গে দেখা হয় সানি লিওনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *