নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদের শুক্রবার রাতে এশা নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকার দায় এড়াতে পারেন না মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন ও আহত নিহত পরিবারদের বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।
শাহজাহান আরো বলেন, এ মসজিদ যদি অন্যায়ভাবে হয়ে থাকে তাহলে এত বছর সরকার ও প্রশাসনের লোকজন কী ঘুমিয়ে ছিল? তারা কী দেখেনি? আগে যদি তারা ব্যবস্থা নিত তাহলে তো এতোবড় দুর্ঘটনা ঘটতো না। এখানে রাস্তা নেই, হাঁটার সড়ক নেই, পানিতে ডুবে আছে। এ দায় সরকারকে নিতেই হবে। দায় এড়ানোর কোন উপায় সরকারের নেই। আমরা সকলের কাছে দোয়া চাই।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণ কাঁদে এ ঘটনায়। তাই তিনি তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশে হতাহতদের পাশে আছি। আপনারা হতাহতদের জন্য ও খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া করবেন।
উল্লেখ্য, বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২৭জন মারা গেছে। আর এই প্রথম এক রোগীকে ছাড়া হলো। বাকি ৯ জন এখনো আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।