যে দোয়া পাঠে মানুষের অভাব-অনটন দূর হয়

ইসলাম ডেস্ক- আমরা সবাই সফল হতে চাই। জীবনকে সুখময় করতে আমরা কত কিছুই না করি। কিন্তু সুখপাখি সারা জীবন অধরাই থেকে যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য এমন জীবনব্যবস্থা রেখে দিয়েছেন, যা মানুষকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ বাতলে দিয়েছে। কিন্তু আমরা কোরআন থেকে বহু দূরে থাকার কারণে তা কখনোই বুঝতে পারি না।

 

দুনিয়াতে সফলতা অর্জনের একটি গোপন রহস্য হলো, আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাঁর প্রিয় বান্দাদের সুসম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘(তারাই বিবেকবান) আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ দিয়েছেন, যারা তা অক্ষুণ্ন রাখে এবং তাদের প্রতিপালককে ভয় করে, আর ভয় করে কঠোর হিসাবকে।’ (সুরা : রাদ, আয়াত : ২১)

 

আল্লাহ পাকে ঘোষণা, ‘নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, কিছু সম্পদ ও প্রাণ দ্বারা এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫)

 

আল্লাহ তাআলা বান্দাকে অভাব-অনটন, স্বল্পতার দ্বারা পরীক্ষা করবেন। প্রিয়নবি এ সব কিছুর ভয় ও অপমান থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য হাদিসে নির্দেশ দিয়েছেন। আর তাহলো-

 

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাক্বরি ওয়াল ক্বিল্লাতি ওয়াজ ‍ুজিল্লাতি ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আউ উজলামা।’

 

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে অভাব, স্বল্পতা ও অপমান থেকে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই অত্যাচার করা ও অত্যাচার হওয়া থেকে। (আবু দাউদ, নাসাঈ ও মিশকাত)

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অভাব-অনটন, স্বল্পতা ও অপমান থেকে মুক্ত থাকতে উল্লেখিত দোয়ার মাধ্যমে তাঁর কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *