নজর২৪, হবিগঞ্জ- যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ চার জন নিহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। এরপর, চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলও আছেন বলেও জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের ঘনিষ্ঠ বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই বলেন, ‘নিহতদের মধ্যে দুজন ছিলেন চেয়ারম্যান কাজলের আপন খালাতো ভাই।’