মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ প্রকৌশলী আহত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাইয়ের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় দায়িত্বরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ কর্মকতা গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার দিবাগত রাতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। আহতরা হলেন- সহকারী প্রকৌশলী মোহাম্মদ রবিন (৪২), জুনিয়র প্রকৌশলী মো. শাহীন (২২) ও মো. সোলাইমান (৪০)।

শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম মীরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় কাজ করার সময় ৩ প্রকৌশলী বৈদ্যুতির শর্টসার্কিটে দগ্ধ হন।

তাদের তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দগ্ধ ৩ প্রকৌশলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *