নজর২৪ ডেস্ক- চট্টগ্রামের কোতোয়ালী থানার পুলিশের হেফাজত থেকে আবুল কালাম (২৫) নামে এক আসামি পালিয়ে গেছে। পলাতক আসামি মিয়ানমারের নাগরিক। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন, ‘রোববার ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি। তার কাছে এক হাজার ৫০ পিস ই য়া বা পাওয়া যায়। সকাল ১১টার দিকে গোয়েন্দা কার্যালয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদি হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। একইসঙ্গে আমরা গ্রেফতার আসামিকেও কোতোয়ালি থানায় হস্তান্তর করি।’
এদিকে রোববার বিকেল তিনটার দিকে আসামি আবুল কালামকে কোতোয়ালী থানা থেকে আদালতে হাজিরের জন্য নেওয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘বিকেল তিনটার দিকে মাদক মামলার আসামি আবুল কালামসহ সাতজনকে কোতোয়ালী থানা থেকে আদালতের জিআরও শাখায় আনা হয়। দু’জন কনস্টেবল তাদের নিয়ে আসেন। আবুল কালামের হ্যান্ডকাফ ছিল না বলে জানতে পেরেছি। আসামি আদালতে হাজিরের জন্য জিআরও শাখায় হস্তান্তরের সময় কিছু দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যেই পুলিশের হেফাজত থেকে আবুল কালাম পালিয়ে যায়। পরে তাকে আদালত এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয় যায়নি।’
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘পুলিশের হেফাজত থেকে কৌশলে আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’