সাবিলা নূরকে নিয়ে যাত্রা শুরু, দোয়া চাইলেন অপূর্ব

বিনোদন ডেস্ক- ছোটপর্দার তুমুল জনপ্রিয় একজন তারকা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনেতা হিসেবে তিনি কেমন, তা নতুন করে বলার কিছু নেই। তাকে নিয়ে নতুন খবর হল- অভিনেতা পরিচয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি।

 

সম্প্রতি কেক কেটে অপূর্ব তার প্রযোজনা প্রতিষ্ঠানের সূচনা করেছেন। নাম দিয়েছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা আনন্দ খালেদ, পরিচালক মাহমুদুর রহমান হিমি প্রমুখ।

 

এই প্রতিষ্ঠান থেকে প্রথম নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। এর নাম ‘শুধু তুমিময়’। নিজের টাকায় বানানো প্রথম নাটকে অপূর্ব নিজেই অভিনয় করছেন। সঙ্গে নিয়েছেন সাবিলা নূরকে। যোবায়েদ আহসান রচিত নাটকটির শুটিং চলছে।

 

প্রযোজনায় আসার কারণ জানিয়ে অপূর্ব বলেন, ‘দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা। বাইরের দেশের অভিনেতারা নিজেরা প্রযোজনা হাউজ তৈরি করেন। আমিও ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি, সবার সহযোগিতায় কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।’

 

ক্যারিয়ারে যেমন নতুনত্ব নিয়ে এলেন অপূর্ব, তার ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন। নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছর সংসারের পর গত বছর বিবাহবিচ্ছেদ করেছেন তিনি। এরপর গত ২ সেপ্টেম্বর তিনি নতুন ঘর বেঁধেছেন। শাম্মা দেওয়ান নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে বিয়ে করেছেন অপূর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *