শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল!

নজর২৪, ঢাকা- সড়ক দুর্ঘটনায় বিচার, সারা দেশে বাস ভাড়া অর্ধেক করা এবং নিরাপদ সড়কসহ নানা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় প্রতীকী মরদেহের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।

 

প্রতীকী কফিন নিয়ে রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

 

শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’, ‘আইন করে হাফ পাস দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

 

এদিন গুড়িগুড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি সংক্ষিপ্ত করেছে। পরবর্তী কর্মসূচির ঘোষণা করে দুপুর দেড়টার দিকে আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বলন ও গানের আসরের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেন, ‘একের পর এক লাশের ভার আমরা আর নিতে পারছি না। তাই আজকের এই কর্মসূচি। আমরা নিরাপদ সড়ক চাই। দাবি আদায় না হলে এবং কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দেবো।’

 

শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—
১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।

২. নৌ পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

 

৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।

৪. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

 

৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।

 

৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।

৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

 

এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আরেকটি অংশ রামপুরায় আন্দোলন করছেন। সেখানে তারা ১১ দফা দাবিতে আন্দোলন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *