রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে মাথাবিহীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ খেয়াঘাট এলাকায় মস্তকবিহীন নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া নবজাতক শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।