ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন গায়িকা পূজা

বিনোদন ডেস্ক- সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তার স্বামী মডেল অর্ণব অন্তু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে শুক্রবার রাতে এ ঘোষণা দেন তিনি।

 

অর্ণব লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

 

কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এ বিষয়ে কিছু জানেনই না পূজা। শুধু তাই নয়, দু’জনের মধ্যে ঝামেলা কিংবা ডিভোর্স সংক্রান্ত কোনো আলাপও হয়নি।

 

আজ শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে পূজা বলেন, ‘ভার্চুয়ালি কোনো স্ট্যাটাস দিলেই সেটা সত্য হয়ে যায় না। বাস্তব জীবনে এর কোনো সত্যতা নাই। গতকাল সন্ধ্যায়ও ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি এগুলো কিছু জানি না। আমার কিংবা ওর পরিবারের কেউও জানে না।’

 

শুক্রবার সন্ধ্যায় কথা হওয়ার সময় কোনো ঝামেলা কিংবা এ সংক্রান্ত কোনো আলাপ হয়েছে কিনা জানতে চাইলে পূজা বলেন, ‘না না! আল্লাহ! কোনো কিছু কীভাবে হবে? কিছু দিন আগে ওর মিউজিক ভিডিওতেও তো আমি ছিলাম। কী আজব কথাবার্তা। এখন ও কেন এমন স্ট্যাটাস দিল, ওর মনের মধ্যে কী চলছে, আমি জানি না। ও হয়ত এরকম কিছু চাচ্ছে, কিন্তু আমাকে বলতে পারছে না। ভদ্র তো। কিন্তু স্ট্যাটাস দিলে তো কোনো কিছু হয় না।’

 

স্পষ্ট ভাষায় পূজা আরও বলেন, ‘আমি এখনো পর্যন্ত বিবাহিত। আমার কিচ্ছু হয়নি। এমনকি ফোনেও আমাকে এরকম কিছু বলেনি। এটাই সত্যি। এখন ও যদি থাকতে না চায়, তাহলে অফিসিয়ালি আমার সঙ্গে বসুক। আইনগতভাবে আগাক।’

 

এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন অর্ণব অন্তু। এমনকি পূজাও তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

 

উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেন পূজা ও অর্ণব। চার বছরেরও বেশি সময়ের সংসার তাদের। এর আগে একটি মিউজিক ভিডিওর কাজের সুবাধে ২০১৬ পরিচয় এ দম্পতির, সেখান থেকেই প্রেম ও বিয়ে।

 

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জীবনের ক্যারিয়ার শুরু পূজার। ২০১০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম ‘প্রজাপতির মন’। এরপর একাধিক গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে পূজার। সিনেমার গানও গাইছেন নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *