না খেয়ে থাকতে পারি, কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া নয়: সামান্থা

বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতের তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। কিছুদিন আগে হিন্দি ভাষার একটি ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।

 

ব্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে প্রেম ও বিয়ে করেছিলেন সামান্থা। কিন্তু বিয়ের মাত্র চার বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

 

গত ২ অক্টোবর সে ঘোষণা নেটমাধ্যমে দিয়েছিলেন। তারপর থেকে একাধিকবার শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। আলোচিত নায়িকাদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন ভক্ত-অনুরাগীরা।

 

খাবার, নাকি যৌ ন সম্পর্ক? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন সামান্থা। প্রশ্নটি এড়িয়ে যাননি তিনি। তার জবাব, ‘বড়ই কঠিন প্রশ্ন! তবে হ্যাঁ আমি যেকোনো দিন উপোস করতে পারি। তাই যৌ ন সম্পর্ককেই বেছে নিলাম। বাদ দিলাম খাবারকে।’ এ জবাব দেওয়ার পরই হাসিতে ফেটে পড়েন সামান্থা।

 

বিচ্ছেদের ঘোষণার পরে সামান্থার চরিত্র নিয়ে নানা কাটাছেঁড়া চলেছে। বলা হয়েছে, সামান্থার বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভ পাত করার সিদ্ধান্তই বিচ্ছেদের কারণ। আবার উল্টো দিকে এও বলা হয়, সামান্থা সন্তান চেয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের সমস্যা শুরু হয় যুগলের মধ্যে।

 

সেই সময়ে নিজের অবস্থান স্পষ্ট করতে একটি বিবৃতি দিয়েছিলেন সামান্থা। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিবাহ বিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি এ ধরনের কথা বা অন্য কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না।’ সূত্র: আনন্দবাজার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *