নজর২৪ ডেস্ক- ‘আগে আওয়ামী লীগ ছিল না, ছিল বাকশাল। সেই বাকশাল বিদায় করে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। তিনি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দিয়েছিলেন, রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। দেশে বহুদলীয় রাজনীতি কায়েম করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ তার মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে। চিকিৎসার অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে, কী আজব দেশ।’
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এই সরকার জানে তারা কখনো নির্বাচিত হতে পারবে না বাংলার মাটিতে। এই অবৈধ সরকার কখনোই জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। যদি সাহস থাকে, ভোটে আসেন—ভোটের মাঠে কথা হবে। আপনারা ভোট দেবেন, দিনের ভোট রাতে দেবেন-রাতের ভোট দিনে করবেন।
খালেদা জিয়া আপনাদের ক্ষমতায় থাকার জন্য একটা বড় বাধা। এই বাধা সরাতে হবে। জিয়াউর রহমানকে সরিয়েছেন আপনার পূর্বসূরিরা। আজ খালেদা জিয়াকে সরাতে চান। তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না। এতই যদি জনসমর্থন থাকে আপনাদের ভয়টা কীসের—প্রশ্ন রাখেন আব্বাস।
তিনি আরও বলেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনি ক্ষমতা প্রয়োগ করে বেশি দিন টিকে থাকতে পারবেন না। পুলিশি জোর দিয়ে কখনো ক্ষমতায় থাকতে পারবেন না। এই দেশের জনগণ আপনাকে পরিত্যাগ করেছে। আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
মির্জা আব্বাস বলেন, ‘এই দেশের সরকার চোখেও দেখে না, কানেও শোনে না। জনগণের কথা এরা কানে নেয় না। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই সরকার ভোটে নির্বাচিত হতে পারবে না। পুলিশি জোরে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’
বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে। এ জন্যই সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছে না।