কথা শুনে রক্ত মাথায় চড়ে গিয়েছিল : মোস্তাফা জব্বার

নজর২৪ ডেস্ক- বাংলায় চেক লেখার কারণে টাকা না দিয়ে চেকটি বাউন্স করে দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রাগে, ক্ষোভে ফেইসবুকে লিখেছিলেন, ‘মন চাইছে আ ত্মহ ত্যা করি’। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যেই তিনি জানিয়েছেন, সমাধান হয়েছে তার সমস্যার।

 

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেছেন, বাংলা ভাষার এমন ‘অবমাননা’ তিনি সইতে পারেননি। সেজন্যই ফেইসবুকে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান। সকালে সেই ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘মন চাইছে আ ত্মহ ত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

 

বিকেলে সেই পোস্ট এডিট করে তিনি লেখেন, ‘আজ সকালে এক‌টি চে‌কে আমি ডি‌সেম্বর বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দি‌য়ে‌ছিলো। এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদেরই বাংলাদেশ। প্রমাণিত হলো ন‌্যায়সঙ্গত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।’

 

তিনি আরও জানান, ‘আমি সবসময় বাংলায় চেক লিখি। আজ সকাল বেলা একটা চেক দিয়েছিলাম। সেই চেকে আমি ২ লিখেছি অংকে, ডিসেম্বর লিখেছি বাংলা হরফে, এবং ২১ লিখেছি। এটা একটা বেয়ারার চেক ছিল। কিন্তু চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক টাকা দেয়নি। আমি ব্যাংকের কাছে জানতে চাইলাম কেন চেক বাউন্স করানো হয়েছে? তারা আমাকে জানালো যে ডিসেম্বর বাংলায় লিখেছি বলে তারা ওই চেকে টাকা দেয়নি। এই কথা শুনে আমার রক্ত মাথায় চড়ে গেছে গিয়েছিল। আমি বলেছি রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছি, দেশ স্বাধীন করেছি, এই দেশের রাষ্ট্রভাষা বাংলা। এই দেশে বাংলায় ডিসেম্বর লিখতে পারব না- এটা তো মেনে নেওয়া যায় না।’

 

মন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমি আসলে একটু আবেগপ্রবণ হয়ে স্ট্যাটাসটা দিয়েছিলাম। পরে আমি বিষয়টি নিয়ে ব্যাংকের দায়িত্বরতদের সাথে কাথা বলেছি। তখন তারা তাদের ভুল স্বীকার করেছে। ডিসেম্বর বাংলায় লেখার জন্য চেক বাউন্স করার নিয়ম তাদের কোনো বিধিবিধানে নেই। পরে তারা টাকা দিয়ে দিয়েছে।’

 

কোন ব্যাংক এ কাজ করেছে তা প্রকাশ করেননি মোস্তাফা জব্বার। তবে সেই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে যে কথা হয়েছে, সে কথা তিনি বলেছেন। এ বিষয়ে মন্ত্রী জনান, ‘তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। তারা বলেছে, বাংলাদেশে এই ঘটনা ঘটতে পারে না। কেউ দুঃখ প্রকাশ করলে তো আর তাকে শাস্তি দেওয়া যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *