করোনা বাড়লে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে: প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘করোনাভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা টিকা দেওয়া শুরু করেছি। এখন শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে। বর্তমানে করোনার নতুন আরেকটা ঢেউ আসছে। কাজেই যদি করোনা বিস্তার লাভ করে, তা হলে যে কোনো সময় আবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’

 

বুধবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং জয়িতা টাওয়ার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। বাংলাদেশ শিশু একাডেমিতে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ এবং ধানমণ্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত হচ্ছে ‘জয়িতা টাওয়ার’।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষার্থীদের আমি আরেকটা কথা বলবো, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল। এখন সব স্কুল-কলেজগুলো খুলে গেছে। সবাইকে এখন পড়াশোনা করতে হবে। যার যার স্কুলে ফিরে যেতে হবে।’

 

উল্লেখ্য, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সারা বিশ্বে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকায় শুরু হওয়া কোভিড-১৯ এর সর্বশেষ এই ভ্যারিয়েন্টকে সবচেয়ে মারাত্মক হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। বাংলাদেশে ‘ওমিক্রন’ ঠেকাতে ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *